অগ্রদৃষ্টি ডেস্ক: দিন, সপ্তাহ এবং মাস এমন’ই করে দেখতে দেখতে গত ১টি বছর কেটে গেলো, এর মধ্যে অনেক কিছু’ই অর্জিত হয়েছে, সঞ্চিত হয়েছে এবং হারানোও হয়েছে। তবে শুধুমাত্র একটি মূল্যবান অর্জনের কথা’ই বলছি।
আর সেটি হলো গত এক বছর আগে এই দিনে তরুণ প্রতিভাবান প্রবাসী সাংবাদিক আল-আমিন রানা দ্বিতীয় একটি ফুটফুটে কন্যা সন্তানের সু’ভাগ্যবান বাবা হয়েছিলেন।
ইতিহাস ঐতিহ্যের লীলা ভূমি নারায়ণগজ্ঞ জেলার সোনারগাঁও থানা লক্ষীবরদী পোষ্ট অফিস ভিটি পাড়া গ্রামের এই তরুণ প্রতিভাবান সাংবাদিক আল আমিন রানা।
গত বছর ১৪ই সেপ্টেম্বর ২০১৫ ইং দ্বিতীয় কন্যা সন্তানের সু’ভাগ্যবান বাবা হয়েছিলেন এই তরুণ প্রতিভাবান সাংবাদিক।
সেই কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল সাইবা সাবরিন ( শিশির ) ভাগ্যবতী মাতার নাম: মিসেস মারর্জিয়া আক্তার ( শাপলা )
সাংবাদিক আল-আমিন রানা বর্তমানে কুয়েতে অবস্থান করছেন।তিনি প্রথম পুত্র সন্তান ও দ্বিতীয় কন্যা সন্তানের বাবা কর্মস্থল কুয়েতে আসার পরই হয়েছিলেন।
প্রতিভাবান এই সাংবাদিক আল-আমিন রানা দেশের জাতীয় একটি দৈনিক পত্রিকা ”দৈনিক ইয়াদের” সাংবাদিক, সংবাদ প্রেরক হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এর পাশাপাশি তিনি অগ্রদৃষ্টি অনলাইন টিভির আন্তর্জাতিক প্রতিবেদক, অগ্রদৃষ্টি অনলাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।
তাছাড়াও দেশ বিদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়াতে বিরাহীন ভাবে সংবাদ প্রেরণ করে চলেছেন।
অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ সাংবাদিক আল-আমিন রানার দ্বিতীয় কন্যা সন্তানের প্রথম জন্মবার্ষিকীতে প্রাণভরে শুভকামনা করছে।
প্রত্যুষ আলো পড়েছে চোখে
চোখ মেলে তাকাও,
আগামী আজ ডেকেছে তোমায়
হাত বাড়িয়ে দাও !
জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !
প্রিয় সাইবা সাবরিন ( শিশির ) ”দীর্ঘজীবি হও”