বৃষ্টিতে রাস্তায় পানি জমে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে অসহনীয় অবস্থা গতকাল তৈরি হয়েছিল, তার রেশ আজও কাটেনি। বেশ কিছু রাস্তায় এখনও পানি জমে রয়েছে।
প্রতি বর্ষায় রাস্তায় পানি জমা নিয়ে আশঙ্কায় থাকেন নগরবাসীরা।
এই সমস্যা দূর করার জন্য নানা সময়ে নানা প্রকল্পে কথা শোনা যায়। কিন্তু তার পরেও পানির নীচে চলে গিয়েছিল ঢাকা শহরের বিশাল এলাকা।
সম্প্রতি ঢাকায় যে দুজন মেয়র নির্বাচিত হয়েছেন, তাদের দুজনেরই অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতা দূর করা। কিন্তু গতকাল মঙ্গলবারের ঢাকার পরিস্থিতি দেখে তারা কতটুকু উদ্বিগ্ন?
ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বিবিসিকে বলেছেন ঢাকা শহরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় তার মূল কারণ যতগুলো বিভাগ এটি নিরসনে কাজ করে সবগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।
সমন্বয়ের নেতৃত্ব ঢাকা সিটি করপোরেনশনকে নিতে হবে বলছেন সাইদ খোকন।
তবে আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতা থাকার কারণে কারও একার পক্ষে এই জলজট দূর করার কাজটা সম্ভব নয় বলে মনে করেন মি: খোকন।
ঢাকা শহরে বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে, বিভিন্ন এলাকা বালু দিয়ে ভরা, খালগুলোর প্রবাহ বিভিন্ন নির্মাণের কারণে শহরটি থেকে পানি নিষ্কাশনের কোন সুবিধা নেই।
মি: খোকন বলছেন এসব সমস্যা থেকে ঢাকা শহরকে মুক্ত করা এত অল্প সময়ে সম্ভব নয়।
তবে খুব দ্রুত এক্ষেত্রে উন্নতি দেখতে পারবে নগরবাসী-এমনটাই বিবিসকে জানান ঢাকা দক্ষিণের মেয়ার সাইদ খোকন।