অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রবীন আওয়ামীলীগ নেতা নুরুল হক মোল্লা (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনার নিজবাড়িতে গতকাল রোববার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। মৃতুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল রোববার সকালে খুলনায়, জোহরবাদ আগৈলঝাড়া উপজেলা সদরের বিএইচপি স্কুল মাঠের জানাজার নামাজে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, এ্যাড. তালুকদার মো. ইউনুস এমপি, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ। বিকেলে বাশাইল এবং রাজিহারে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার রাজিহার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।