চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলার বদুমুন্সিপাড়া এলাকার প্রবাসী হাজী জাফর আহাম্মদের সন্তান জাবের হোসেন কানাডার কার্লেটন ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং খ্যাতি অর্জন করায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল স্থানীয় সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সংগঠনটির কার্যলয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব এম.এস. আজম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার জাবের হোসেন। অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা হাজী জাফর আহমদ চৌধুরী, হাজী নূর মোহাম্মদ, বদুমুন্সিপাড়া কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্, মুহাম্মদ দিলদার আলম মুন্না, মো. আজিম উদ্দিন, মো. জাকির হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, মো. সাহাবুদ্দীন, মো. আজগর আলী পিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তার এই অর্জন সমাজের অন্য শিক্ষার্থির প্রেরণা হয়ে আজকের শিশু আগামীদিনের দেশ গড়ার কারিগড়ে পরিণত হবে। পৃথিবীর সোনামধন্য বিদ্যানিকেতন কানাডার কার্লেটন বিশ্ববিদ্যালয় থেকে জাবের হোসেনের ইঞ্জিনিয়ারিং খ্যাতি অর্জন করায় তার ভূয়সী প্রশংসা করেন।