ডেস্ক নিউজ : বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো ভোটের আয়োজন করে রংপুর সিটি কর্পোরেশনে। সেখানে ”পরীক্ষায়” নির্বাচন কমিশন পাস করেছে বলে মনে করেন পর্যবেক্ষকদের কেউ কেউ। তবে কেউ কেউ এখনই ইসি-কে ”পাসের” সার্টিফিকেট দিতে রাজি নন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি বলব, অবশ্যই এটা নির্বাচন কমিশনের পরীক্ষা ছিল এবং তারা সেখানে পাস করেছে। আমি খেয়াল করেছি, তাদের মধ্যে আন্তরিকতা ছিল। আসলে একটি নির্বাচন সফল করতে হলে শুধু নির্বাচন কমিশন আন্তরিক হলেই হবে না, যে সরকার ক্ষমতায় থাকে তাদেরও আন্তরিকতা দরকার, আইন-শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতা দরকার। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সব পক্ষেরই আন্তরিকতা ছিল। যে কারণেই হোক, সবাই চেয়েছে যে এখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক। সে কারণেই সফল একটি নির্বাচন করা সম্ভব হয়েছ”
এদিকে ভোটকেন্দ্র থেকে নির্বাচনী এজেন্ট বের করে দেওয়া এবং ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে না পারার অভিযোগ করেছে বিএনপি। তারা নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেছে এবং এর জন্য নির্বাচন কমিশনের ব্যর্থতাকেই দায়ী করেছে।
তবে এ অভিযোগ ”সঠিক নয়” বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘‘আমরা স্থানীয়ভাবে তথ্য নিয়েছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি, কোথাও কোনো অভিযোগ পাইনি। আমার মনে হয় না তাদের এই অভিযোগ সঠিক।”
এদিকে এ নির্বাচন কমিশনের জন্য কোনো পরীক্ষা ছিল বলে মনে করেন না সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমি মনে করি না, এটা কোনো বড় পরীক্ষা ছিল, জাতীয় নির্বাচনেই হয় আসল পরীক্ষা।
তিনি আরো বলেন, ”তবে নির্বাচন কমিশনের আন্তরিকতা ছিল এবং তারা ভালো নির্বাচন করেছে। জাতীয় নির্বাচন ভালো করার পূর্বশর্ত হলো ছোট নির্বাচনগুলো ভালো করা। সেই হিসেবে কুমিল্লায় প্রথমে তারা ভালো নির্বাচন করেছে। এবার রংপুরেও ভালো নির্বাচন করল। আমি তাদের সাধুবাদ দেবো। কোনো ভুল-ভ্রান্তি থাকলে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরো ভালো নির্বাচনের প্রস্তুতি তারা নিতে পারবে। সূত্র : ডয়চে ভেলে