বদরুল আলম চৌধুরী,বিশেষ প্রতিনিধিঃ ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান ২০১৫। যতদিন বেঁচে থাকবো ইনাতগঞ্জ ডিগ্রি কলেজেকে আধুনিকায়ন ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করবো। প্রধান অতিথি বক্তব্যে ছাএ ছাএীদের উদ্দেশ্য করে বলেন, তুমরা আমাকে কিছু দাও, আমি তোমাদের শিক্ষার উন্নয়নের জন্য সরর্বদা পাসে থাকবো। তিনি শিক্ষক দের উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি ছাএ ছাএীদেরকে ভালো ভাবে পাঠদান করান তাহলে জাতি আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবে। আজকের বেড়ে উঠা ছাএছাএীরা একদিন এদেশের নেতৃত্বে দিবে। সে প্রত্যাশা আমার! আমি চাইবো আপনারা তাদের কে ভালো ভাবে পাঠদান করাতে আন্তরিকতা প্রকাশ করবেন। গতকাল সকালে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ভারপ্রাপ্ত অধক্ষ্য নাজমুল হোসেন এর সভাপতিত্বে নেপাল চন্দ্ররের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জি.বি সদস্য( মা.উ.শি ) প্রতিনিধি নাজমুল হুদা সাদেক, উপদাক্ষ স্কলার্স হোম সিলেট ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলিম উদ্দিন, ৩নং ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ স্বপন কুমার দাস, ইনাতগঞ্জ পলিশ ফাঁড়ির ইনচার্জ ধর্মজিত সিনহা। এছাড়া অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য আজিজুল কন্ট্রটর, গোলাম হোসেন রব্বানী, জসিম উদ্দিন, আব্দুল রুপ, ৩নং ইউপি জাপা সভাপতি সিরাজ মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে ৩নং ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন প্রধান অতিথি হবিগঞ্জ জেলা জাপা সভাপতি হবিগঞ্জ -১ (নবীগঞ্জ -বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ.মুনিম চৌধুরী বাবুকে ফুল দিয়ে বরণ করেন ।