বদরুল আলম চৌধুরী।। গুলশানের হলি আর্টিজানে ও কিশোরগঞ্জে শোলাকিয়ার হামলা সহ সকল জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজার পৌরসভা।
গত মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২ টায় ঘন্টাব্যাপী পৌর পার্কের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা মেয়র ও জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজমল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মিছবাউর রহমান, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি রাধাপদ দেব সজল, প্যানেল মেয়র ফয়সল আহমদ, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, কাউন্সিলর আনুছুজ্জামান বায়েছ,মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক, প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক সালেহ এলাহী কুটি, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক পান্না দত্ত,পৌর কর্মকর্তা রণধীর রায় কানু জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু,সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। এ সময় বক্তারা জঙ্গিদের উত্থান ঠেকাতে সমাজের সর্ব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।মানববন্ধনে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা-ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। পরে মেয়র চত্ত্বরে গুলশানের হলি আর্টিজানে নিহতদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন পৌর মেয়রসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।