মৌলভীবাজার প্রতিনিধি::: মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার নেছার এয়ার ইন্টারন্যাশনালের এমদাদুল হক (৬১) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ২৪ সেপ্টেম্বর সৌদি আরবে পবিত্র হজ্ব পালনের সময় অসুস্থতাজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। সৌদি আরবেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। এমদাদুল হক ১৯৫৩ সালের ২৩ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বালিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তাঁর পিতা মৃত আব্দুল লতিফ ছিলেন একই ইউনিয়নের চেয়ারম্যান। এমদাদুল হক মৌলভীবাজার শহর ও তাঁর গ্রামের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ কমিটির সাথে জড়িত ছিলেন।
মরহুম এমদাদুল হকের মৃত্যুতে অগ্রদৃষ্টি পরিবার গভীর শোকাহত!
অগ্র্দৃষ্টি মিডিয়া গ্রুপ মরহুমের বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।