ফেসবুকের অন্যতম জনপ্রিয় পেজ ‘মজা লস’র অ্যাডমিন রেফায়েতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাষ্ট্র বিরোধী ও অপপ্রচার চালানোর দায়ে তাকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা থেকে রেফায়েতকে ধরা হয়। বিষয়টি জানান, র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদ আলম।
তিনি জানান, তথ্য-প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে ভাটারা থানায়।
কয়েক দিন ফেসবুক বাংলাদেশে বন্ধ ছিল (২৩ দিন)। এখন এ মাধ্যমটি খুলে দেওয়া হয়েছে। এটিকে ব্যবহার করে কেউ যেন দেশ, রাষ্ট্র, সরকারবিরোধী কোনো কর্মকাণ্ড না চালান এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলে জানায় আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী।