আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের যেসব নেতা বিদ্রোহী প্রার্থী হয়ে পৌরসভা নির্বাচনে অংশ নেবে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘কৌশলগত কারণে দেশের দুয়েক জায়গায় আওয়ামী লীগের বিকল্প প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। কারণ আমরা খুব অল্প সময় পেয়েছিলাম প্রার্থী বাছাইয়ে। যদি কোনো কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তাহলে বিকল্প প্রার্থী আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।’
তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের নেতা-কর্মীরা দলের প্রতি অনুগত। তারা কেউই দলের শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেতে চাইবে না। কারণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের সর্বোচ্চ শাস্তি দল থেকে বহিষ্কার।’
এ সময় উপস্থিত ছিলেন-দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মেল হকসহ অনেকে।