বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত’র উদ্যোগে প্রবাসী ক্রীড়া সংগঠকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুন) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতে’র সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেন ও ক্রীড়া সংগঠক হাসান কামালের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েত’র সভাপতি জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী।
বিশেষ অতিথি ছিলেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা, হুসেন আজিজ, ফয়েজ কামাল, হুমায়ুন কবির আলী, সাংবাদিক আ হ জুবেদ, নজরুল ইসলাম সাহিন ও শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা আব্দুল মান্নান, কামাল হুসেন, আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিনসহ আরো অনেকে।
খেলাধুলা প্রবাসীদের মন-শরীর দুটাই ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতকে সর্বাত্মক সহযোগিতা করা প্রত্যেকের দায়িত্ব। তবেই প্রবাসীদের কল্যাণে এ সংগঠন সহায়ক হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে অবকাশকালীন ছুটিতে যাওয়া উপলক্ষে ছয় ক্রীড়া সংগঠককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা।