অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের সরকারী গৌরনদী কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গতকাল সোমবার সকালে গৌরনদী বন্দরের এক ব্যবসায়ী কর্তৃক ধর্ষিত হয়েছে। এঘটনায় মামলা দায়েরের পর গৌরনদী মডেল থানা পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সরকারি গৌরনদী কলেজ দ্বিতীয় বর্ষের এক ছাত্রী (১৭) গৌরনদী বন্দরের মা বস্ত্র বিতান থেকে বিভিন্ন সময় কেনাকাটা সুবাদে ওই প্রতিষ্ঠানের মালিক উজ্জ্বল চোকদার (২৮)-র সাথে সুসম্পর্ক গড়ে উঠে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় কলেজ ওই ছাত্রী কেনাকাটার জন্য ওই দোকানে যায়। এসময় উজ্জ্বল তাকে আধাখালা দোকানের মধ্যে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিত হওয়ার পর কলেজ ছাত্রী সেখান থেকে বের হয়ে গৌরনদী মডেল থানায় পৌঁছে বিষয়টি পুলিশ জানান। পুলিশ গৌরনদী বন্দরে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক উজ্জ্বলকে গ্রেপ্তার করে। এঘটনায় ধর্ষিতা কলেজ ছাত্রী বাদী হয়ে উজ্জ্বল চোকদারকে আসামী করে গতকাল সোমবার থানায় একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মিলন জানান, ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গতকাল আসামীকে বরিশাল আদালতের সোপর্দ করা হয়েছে।