স্পোর্টস ডেস্ক: বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন রংপুর রাইডার্সের ওপেনার ক্রিস গেইল। ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি (৫৭ বল) হাঁকিয়েছেন ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’।
১৭তম ওভারের মাথায় ৫৭ বল মোকাবেলায় শতক পূরণ করেন গেইল। তাতে ছিল ৪টি চার ও ১১টি ছক্কার মার। এবারের আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে পঞ্চম।
এর আগে, গত ৮ ডিসেম্বর মিরপুরে গেইল ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিলো খুলনা টাইটানসের ঘর। ৫১ বলে তার অপরাজিত ১২৬ রানের ইনিংসে টুর্নামেন্ট ছাড়া হয়েছিলেন মাহমুদ্ল্লাহ রিয়াদরা।