স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ার সেরা ইনিংস খেলে অপরাজিত আছেন নাসির হোসেন। এখন এই সেরা ইনিংসটা কতদূর টেনে নিয়ে যেতে পারেন সেটাই দেখার বিষয়। আগের দিনের ১০১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ২৭০ রান করে এখনো ক্রিজে আছেন তিনি। তার এই ক্যারিয়ার সেরা ইনিংসে রংপুর বিভাগও ৫ উইকেট হারিয়ে ৫৭০ রানের পাহাড় গড়েছে।
ব্যাটিংয়ে নাসিরের পাশাপাশি বরিশালকে পুড়িয়েছেন আরিফুল হক। এই দুই জনের বিশাল জুটিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে রংপুর। নাসির অপরাজিত থাকলেও দেড়শ রানের ইনিংস খেলে ফিরে গেছেন আরিফুল হক। নাসিরের সঙ্গী হিসেবে ক্রিজে আছেন ধীমান ঘোষ (৫)।
প্রথম ইনিংসে বরিশালকে ৩৩৫ রানে গুটিয়ে দেয়া রংপুর এগিয়ে রয়েছে ২৩৫ রানে।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে রংপুর। সারা দিনে বরিশালের বোলাররা নিয়েছেন কেবল ১টি উইকেট।
ক্যারিয়ার সেরা ১১৫ ছাড়িয়ে ১৬২ রান করে ফিরেছেন আরিফুল। তার ২৯০ বলের ইনিংসে ১০ চার, ২ ছক্কা। মিডল অর্ডার এই ব্যাটসম্যানের উইকেট হারিয়ে তৃতীয় দিনে ৩০৬ রান যোগ করেছে রংপুর।
১৭৮ বলে প্রথম শ্রেণির ক্রিকেট নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন আরিফুল। তার দেড়শ আসে ২৬৪ বলে। আরিফুলকে বিদায় করে পঞ্চম উইকেটে ৩৬৮ রানের বিশাল জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি।
আগের দিন ১৬৪ বলে তিন অংক ছোঁয়া নাসির ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে পৌঁছান ৩৫১ বলে। জাতীয় দলে উপেক্ষিত এই অফ স্পিনিং অলরাউন্ডারের নজর এখন ট্রিপল সেঞ্চুরির দিকে।