নিজস্ব প্রতিবেধকঃ- জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, নিজেকে প্রটেক্ট দেয়ার জন্য শক্তিশালী হতে হবে। আমরা এমন দিন দেখতে চাই যেদিন মেয়ে শাসিত সমাজ হবে। সারাদেশ মেয়েদের হাতে থাকবে। এখন পুরুষের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। আমি এমন দিন দেখতে চাই যেদিন নারীদের হাতে পুরুষরা লাঞ্ছিত হচ্ছে!
বুধবারে ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার পথ অনুসরণ করে নারীদের উজ্জীবিত ও উদ্দীপ্ত হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির (জাপা) সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদে বিরোধী দলের প্রধান রওশন এরশাদ বলেন, ‘এজন্য পুরুষ শাসিত সমাজের শৃঙ্খলা ভেঙে নারীদের নেতৃত্বের মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। আমি এমন দিন দেখতে চাই যে দিন নারীদের হাতে পুরুষরা লাঞ্ছিত হবে।’
নারীদের নিরাপদে থাকতে ক্যারাতে শেখার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘সরকার নারীদের অগ্রাধিকার দিচ্ছে এবং নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের লেখাপড়া শিখে উদ্দীপ্ত হতে হবে।’
জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত ওই আলোচনা সভায় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুক, কলেজের অধ্যক্ষ এনএম শাজহান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরুর নেছাসহ শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পাঁচটি ক্যাটাগরিতে অবদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের ১০ জয়িতার হাতে ক্রেস্ট তুলে দেন।