ঢাকা প্রতিনিধি: দুই বিদেশী হত্যার পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দু-একজন মানুষ হত্যা করে বাংলাদেশকে অস্থিতিশীল করা যাবে না।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, “এ দুটি ঘটনা বিচ্ছিন্ন, নাকি সংগঠিত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আমার মনে হয় ঘটনা দুটি গভীর ষড়যন্ত্রের সংগঠিত অংশ।’
মন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় বাংলাভাইদের অস্বীকার করেছিল। বলেছিল জঙ্গিরা মিডিয়ার সৃষ্টি। এখনো বাংলাদেশের জঙ্গিদের তৎপরতাকে অস্বীকার করছে বিএনপি।”
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে জঙ্গিদের বড় ধরনের উত্থান হয়নি। তবে যেটুকু সংগঠিত হওয়ার চেষ্টা করছে সরকার তা কঠোর হাতে দমন করছে।”