অর্থ কেলেঙ্কারির ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা। নিজের ব্যাংক একাউন্টে পাঁচ হাজার কোটি টাকা রাখার ঘটনায় গতকাল শনিবার তাকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী কমিশন। আড়াই ঘন্টাব্যাপী এই জিজ্ঞাসাবাদে কমিশনের কর্মকর্তাদের সহযোগিতা করেন নাজিব রাজাক। খবর রয়টার্সের।
দুর্নীতি বিরোধী কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্পের অর্থ লেনদেনের অসঙ্গতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে কথপোকথন রেকর্ড করা হয়েছে বলে জানান তারা।