মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের নবাবগঞ্জের এক পল্লীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে জেলার নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের পাদুমপুর সোনাজুড়ি গ্রামে।
জানা যায়, ঐ এলাকার সাদ্দাম হোসেনের সাথে একই ইউনিয়নের খটখটিয়া কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ভাতিজি লায়লা বানু (২৫) এর সাথে ১ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাদ্দাম যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়শই মারধর করত। এক পর্যায়ে লায়লা বাবার বাড়িতে গিয়ে স্বামীর সংসার করবেনা বলে অনাগ্রহ প্রকাশ করেন। পিতা-মাতার নির্দেশে পুনরায় স্বামীর বাড়িতে আসলে, ঐ একই ঘটনার জের ধরে ২৫ই জুলাই (সোমবার) রাতে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর থেকেই পাষান্ট স্বামী পালাতক রয়েছে, বলে জানিয়েছে নিহতের চাচা আবুল কালাম।
দিনাজপুর নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানায়, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে।