মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দেশের অন্যান্য জেলার মত দিনাজপুরে জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলার বেশ কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায় যে, শিক্ষার্থীদের জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে কর্মসূচী পালনের দৃশ্য।
‘সন্ত্রাস নয়, শান্তি চাই ; শঙ্কামুক্ত জীবন চাই’ আবার ‘জঙ্গিবাদ নিপাত যাক’ সহ বিভিন্ন শ্লোগানকে সামনে রেখে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নেতৃত্বে ১লা আগস্ট (সোমবার) মানববন্ধন, র্যালী ও শপথ গ্রহণে’র মধ্য দিয়ে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
জেলার দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, হলাইজানা মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসাতে ও জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে কর্মসূচী ও পালিত হয়। সেই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সম্মিলিত ভাবে শপথ পাঠ করান প্রতিষ্ঠানের প্রধানরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ইসলামের নামে জঙ্গিবাদ কখনোই ইসলাম সমর্থন করে না। জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে ; শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সবস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধন ও র্যালীতে অংশ নেয় শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সর্ব স্তরের মানুষ।