মিজানপনা, রাজাপুর থেকেঃ ঝালকাঠীর রাজাপুরের মোল্লারহাট বাজারে দোকান
পজিশনের জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই হাবিবুর রহমান ও বড় ভাই মতিউর
রহমান কাঞ্চন দুই গ্রুপের মধ্যে লাঠি দিয়ে মারামারির ঘটনা ঘটে । প্রথম
গ্রুপের ছোট ভাইর দুই ছেলে আবুল খায়ের লিটু (৩০) ও আবুল বাশার রুপচান
(২৫) ২য় গ্রুপের অর্থাৎ বড় ভাইর তিন ছেলে ১-মোঃ আনোয়ার হোসেন (৪০) ২-মোঃ
সেলিম হোসেন সহিদ (৩৫) ৩-বাবুল হোসেন বুলু হাং (৩০) সোমবার বিকালে
মোল্লারহাট-শুক্তাগড় এলাকায় গুরুত্বর এ মারামারি ঘটনা ঘটে।এদিকে এ ঘটনায়
উভয় পরিবারের আত্নীয় বর্গদের মধ্যে আরো ৪ সদস্য আহত হয়েছেন। স্থানীয়
লোকজন পরে পরিস্থিতি স্বাভাবিক এনে তাদেরকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে
ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশীরভাগই মাথা ফাটানো অবস্থায় রয়েছে ।
স্থানীয়রা জানান,পরিবারটির মধ্যে মোল্লারহাট বাজার সংলগ্ন দোকান পজিশন
জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঈদের ছুটিতে উভয় পক্ষ দেশে
আসায় দোকানে বসে কথা কাটাকাটি করায় এক পর্যায় লাঠি সোঠা নিয়ে মাইরপিট
শুরু হয়ে যায় । রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস
জানান,আমি স্থানীয় জনতার ফোনে সংবাদের ভিত্তিতে জরুরীভাবে ঘটনা স্থানে
পুলিশ পাঠিয়ে দেই ।পরক্ষনে পুলিশ শুনতে পান আহতরা রাজাপুর হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে । আহতদের তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।