স্পোর্টস ডেস্ক: আসন্ন জুনে চ্যাম্পিয়ন ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। দেড় বছর পর দলে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা লাসিথ মালিঙ্গা। সর্বশেষ ২০১৫ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।
এদিকে, ইনজুরি কাটিয়ে দলের ফিরেছেন অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস। গত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজের দলের ছিলেন না তিনি। এছাড়া গত জানুয়ারির পর ওয়ানডে না খেলা চামারা কাপুকেদারাও দলে ফিরেছেন। ফলে পূর্ণ শক্তির দলই পাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলা ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা (সহ অধিনায়ক), নিরোশান ডিকউইলা, কুসাল পেরেরা, কুসাল মেন্ডিস, চামারা কাপুকেদেরা, অ্যাসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, সুকুজি প্রসন্ন।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
অগ্রদৃষ্টি.কম // এমএসআই