ডেস্ক নিউজ : ৪৭ বছর হল দেশ স্বাধীন হয়েছে। যে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে লাখো শহীদের রক্তে বিনিময়ে এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, সেই স্বপ্ন স্বপ্ন কি পূরণ হয়েছে প্রশ্ন করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সম্পদ বণ্টনের ভারসাম্যহীনতার ফলে জনগণের জীবনমান উন্নয়নের প্রার্থিত লক্ষ্যে এখনও পৌঁছতে পারেনি।
তিনি বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, খুন, ধর্ষণ, অপহরণ প্রভৃতি এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এগুলো শুভ লক্ষণ হতে পারে না।
শুক্রবার বাংলাদেশ ফটোজর্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জনদল আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষশক্তিকে মনে রাখতে হবে, মানুষের চেতনার বিপ্লব সম্পন্ন করতে না পারলে প্রকৃত অর্থে বিজয়ের চেতনাকে প্রতিষ্ঠা সম্ভব হবে না। তাই একটি সচেতন ও সংস্কৃতিমনস্ক জাতি তৈরির ওপর সর্বাগ্রে জোর দিতে হবে। শুধু অর্থনৈতিক মানদণ্ডে উন্নয়নের বিচার করতে গেলে তা হবে বাংলাদেশের জন্য আত্মঘাতী।
তিনি বলেন, বিজয়ের চেতনা বাস্তবায়নকারী শক্তি হলো দেশের গণতান্ত্রিক শক্তি। যারা সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে পারেন। কিন্তু, দু:খ জনক সত্য হলো তাদের অধিকাংশই এখন ক্রীতদাসে পরিণত হয়েছে। তাদের চোখ-মুখ বন্ধ, তাদের হাত নিশ্চল, তাদের কান বধির এবং তাদের বিবেক বন্দি। এটা জাতির জীবনে ভয়াবহ অশনিসঙ্কেত। এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে দরকার তারুণ্যের শক্তিকে সঠিক পথে পরিচালনা করা।
তিনি আরো বলেন, দেশপ্রেমিক, প্রগতিশীল, জাতীয়তাবাদী শক্তির ঐক্য করতে ব্যর্থ হলে আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতার ফসল আমরা কখনই ঘরে তুলতে পারব না। জাতি হিসেবে এই আত্মঘাতী ভূমিকায় আমরা অবতীর্ণ হতে পারি কিনা, আজ তা সবাইকে ভেবে দেখতে হবে। আর তা হলেই বহু রক্ত ও সম্ভ্রমহানির বিনিময়ে আমাদের বিজয়ের মাসের গৌরবময় অর্জন সার্থকতা লাভ করবে। আমরা জাতি হিসেবে বিশ্বসিংহাসনে স্বমহিমায় অধিষ্ঠিত হতে পারব।
বাংলাদেশ জন দল (বিজেডি)’র চেয়ারম্যান ডাঃ এস.এম শাজাহান এর সভাপতিত্বে ও মহাসচিব মাহবুবুর রহমান জয় চৌধুরী এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।
আলোচনায় অংশগ্রহন করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কৃষক-শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আবদুল নূর, সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ, জনদলের ভাইস চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম, আবুল হাশেম সরকার, ক্যাপ্টেন (অব.) রফিক আহমেদ, যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, হারুন অর রশীদ, ঢাকা মহানগরের আহ্বায়ক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক জনদলের সদস্য সচিব মিলন বসু, শ্রমিক জনদলের আহ্বায়ক এমরান প্রমুখ।