ডেস্ক নিউজ: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের জন্য পূনরায় মনোনয়ন পেয়েছেন এই এলাকার জনপ্রিয় চেয়ারম্যান আব্দুর রউফ হিরন (ভিপি হিরন)। তার মনোনয়ন পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা সোমবার (২২ নভেম্বর) এ সিদ্ধান্ত নেন এবং পরে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করে।
আব্দুর রউফ হিরন পারিবারিকভাবে এবং ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি মনোহরদী ডিগ্রী কলেজের সাবেক ভি.পি. এবং মনোহরদী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি থানা আওয়ামী লীগের সদস্য হিসাবে দল সংগঠিত করার জন্য কাজ করছেন।
আব্দুর রউফ হিরন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমার রক্তে আওয়ামী লীগের রাজনীতি মিশে আছে। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই আমার উপর পূনরায় আস্থা রাখার জন্য। পাশাপাশি মনোহরদী-বেলাব উপজেলার আওয়ামী লীগের অভিবাবক, মাটি ও মানুষের নেতা শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আমার বিশ্বাস, চন্দনবাড়ী ইউনিয়নের সমৃদ্ধি এবং উন্নয়নে ধারা অব্যাহত রাখতে এই এলাকার জনগন আমাকে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।