গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে কুখ্যাত শামীম ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শামীম উপজেলার বাদেপাশ ইউনিয়নের কোনা গ্রামের মৃত ফরমান আলীর পুত্র। সোমবার ভোর রাতে তার নিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত রোববার ভাদেশ্বর ইউপির কানিশাইল গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে।এই ঘটনার পর পুলিশ ডাকাতদের ধরারা জন্য তৎপর হয়ে উঠে।সোমবার ভোর রাতে গোপণ সংবাদের ভিত্তিতে বাদেপাশা ইউপির কোনা গ্রামে অভিযান চালিয়ে শামীমকে একটি পাইপগান সহ আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, শামীম রাতে বিভিন্ন এলাকায় ডাকাতি করত এবং দিনে গর্তের মধ্যে থাকত।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) একে এম ফজলুল হক শিবলী শামীম ডাকাতকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন শামীম ডাকাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।