নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জনতার পিটুনিতে ডাকাতদলের ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে বৃহস্পতিবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ট-১৮-৪৩১১। ওই ট্রাকে ডাকাতদল ৪০ বস্তা চাল লোড করে।
পুলিশ ও এলাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোররাতে পুরিন্দা বাজারে হাজী এম এ গফুর ভূঁইয়ার ভাই ভাই স্টোরে তালা কেটে ঢোকে ডাকাতদল। বাজারের পাহারায় নিয়োজিত জামান, মোতালিব, আউয়াল ও নিয়ত আলীকে হাত-পা বেঁধে জিম্মি করে ডাকাতরা। এ সময় বাজারের মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে এলে তাদের কয়েকজনকে হাত-পা বেঁধে ফেলেন ডাকাতরা। এ ঘটনা অন্য মুসল্লিরা দেখে মসজিদের মাইকে বাজারে ডাকাত পড়ছে বলে জানায়। মাইকে মুসল্লিদের ডাক চিৎকারে আশপাশের মসজিদ থেকেও ডাকাতির সংবাদ মাইকে প্রচার করতে থাকলে পুরিন্দা ও আশপাশের কয়েকটি গ্রামের শত শত লোকজন লাঠিসোটা নিয়ে ডাকাতদের ধাওয়া দেয়।
জনতা পুরিন্দা বাজার থেকে তিনজন, পুরিন্দা রোকনউদ্দিন মোল্লার মাঠ থেকে চারজন, পুরিন্দা আনোয়ার মেম্বারের পুকুর থেকে তিনজন ও বাগবাড়ি থেকে দুই ডাকাতকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা আনোয়ার মেম্বারের পুকুর থেকে তিন ডাকাতের মৃতদেহ, পুরিন্দা বাজার থেকে একজনের মৃতদেহ ও রোকনউদ্দিন মোল্লার মাঠ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জনতার গণপিটুনির সময় আহত অবস্থায় আরো ৫ ডাকাতকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রানা (৪০) নামে আরো এক ডাকাতের মৃত্যু হয়। নিহত ডাকাতদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
আহত ডাকাতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মিলন মিয়ার ছেলে সাব্বির (২৫), ছানা মিয়ার ছেলে সজিব (২৬), লতিফের ছেলে মানিক (৩২) ও চাঁদপুর সদরের ওছমান মিয়ার ছেলে লোকমান (২৮)। আহতদের অবস্থাও শঙ্কাজনক।
ভাই ভাই স্টোর চালের আড়তের মালিক হাজী গফুর ভূঁইয়া জানান, ডাকাতরা তার আড়ত থেকে চালের বস্তা ট্রাকে তোলে। এ সময় মুসল্লিরা দেখে মসজিদের মাইকে ডাকাত আসছে বলে প্রচার করলে আমরা শুনে বাজারে আসি।
এলাকাবাসী ডাকাতদের চাল ভর্তি ট্রাকটিও আটক করেছে। নিহত ৮ জনের মধ্যে এক ডাকাত পুরিন্দা মোমেনের বাঁশ ঝাড়ে আত্মগোপন করে থাকলে তাকে জনতা সকাল সাড়ে ৮টার সময় সেখান থেকে আটক করে গণপিটুনি দিয়ে হত্যা করে।
সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, জনতা ডাকাতদের ধাওয়া দিলে কেউ পুকুরে, কেউ বাঁশের ঝাড়ে ও কেউ ডোবায় কচুরি পানার তলে লুকিয়ে থাকলে সেখান থেকে জনতা তাদেরকে আটক করে গণপিটুনি দেয়।
তিনি জানান, প্রায়ই পুরিন্দা বাজারে ও আশপাশের বাড়িতে ডাকাতি সংঘটিত হলেও এ পর্যন্ত কোনো ডাকাতকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাই ডাকাতদের প্রতি এলাকাবাসী ক্ষুব্ধ ছিল বলে তিনি জানান।
ডাকাত পাকড়াও করতে আসা কয়েক হাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে জড়ো হওয়ায় ভোর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর তদন্ত আরিফুল হক জানান, সকালে স্থানীয় লোকজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ ডাকাতের লাশ ও আহত অবস্থায় ৫ ডাকাতকে উদ্ধার করে নিয়ে আসে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।