মিরসরাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আদনান তাজওয়ার আদিব (২)। সে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুজুর্গ উমেদনগর গ্রামের আক্রম আলী চৌধুরী বাড়ীর মেয়ে নাহিদা আক্তার রুমি ও কামাল হোসেনের পুত্র। নাহিদা ও কামালের দুই পুত্র সন্তানের মধ্যে আদিব ছোট। গত কয়েকদিন পূর্বে সে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে।
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। রবিবার দুপুর ১২ টার সময় শিশু আদিব খেলার চলে বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজখুঁজির পর পুকুর থেকে আদিবকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রানপ্রিয় সন্তানের মৃত সংবাদ পেয়ে কুয়েত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা প্রগতিশীল সংস্কৃতি কর্মী মোঃ কামাল হোসেইন সন্তানকে শেষ বিদায় জানাতে দেশে ছুটে যান।