স্টাফ রিপোর্টঃ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রমকালে ভিসা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৬ বাংলাদেশী নাগরিককে স্থানীয় ইমিগ্রেশন বিভাগের পুলিশ আটক করেছে।
বুধবার (৪ ডিসেম্বর) দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমসে প্রকাশিত এক খবরে এ তথ্যটি উঠে এসেছে।
জানা গেছে , ভিসা ব্যবসার বিভিন্ন কাগজ, বিপুল পরিমাণ পাসপোর্ট কপি ও বিভিন্ন কোম্পানির ষ্টাম্পযুক্ত কাগজসহ কুয়েত ত্যাগের প্রাক্কালে সিআইডি পুলিশ আটক করে ছয় বাংলাদেশীকে।
ধারণা করা হচ্ছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তারকৃত ৬ বাংলাদেশীর সকলই একটি সংঘবদ্ধ ভিসা ব্যবসায়ী চক্র।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভিসা ব্যবসার অভিযোগে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ।
পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কুয়েতের দৈনিক পত্রিকার অনলাইনে এবিষয়ে একটি নিউজ দেখেছেন।
দূতাবাসের জ্যৈষ্ঠ এ কর্মকর্তা আরো জানান, স্থানীয় প্রশাসন বিভাগ এ ধরনের ঘটনা দূতবাসকে বরাবরই জানিয়ে থাকে, একটু বিলম্বে হলেও এ ঘটনাটিও দূতাবাসকে অবগত করা হবে।