বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামাল হোসেনের মাতার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার উদ্যোগে গত ১০ ডিসেম্বর রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ নজরুলের সঞ্চালনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুয়েত আওয়ামীলীগের সভাপতি আতাউল গনি মামুন। বক্তব্য রাখেন,কুয়েত আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফয়েজ কামাল,যুগ্ম সম্পাদক আলী আঃ ওয়াহিদ,সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদ, তরুণ সমাজসেবক হোসেন মুরাদ চৌধুরী,প্রচার সম্পাদক শাহীন আহমদ। অন্যানদের মধ্য উপস্থিত ছিলেন,হাবিবুর রহমান,ওমর ফারুক,আজাদ নুর মেম্বার, নাজিম উদ্দিন,জয়নাল আবদীন,শাহিন আহমদসহ বিভিন্ন শাখা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।পরিশেষে মরহুমার রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ধর্ম সম্পাদক আব্দুর রহমান।