
কুয়েতে ইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) ২১তম হিফযুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছে।
কুয়েত সিটির বাবতাইন লাইব্রেরি এর হলরুমে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ২৫টি দেশের মোট ৯শতাধিক প্রবাসী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। এদের মধ্য হতে ১৩৯জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

বিভিন্ন বিভাগসমূহে অনূর্ধ্ব ১২ বছরের ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেন।
মোট ৬টি স্তরে পুরুষ ও নারী অংশগ্রহণ করেন,নও মুসলিমদেরও ৪টি স্তরে নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
অন্যদিকে ইমাম নববীর ৪০ (চল্লিশ হাদীস) হতে ১০টি মুখস্ত ও সুন্দর কণ্ঠের উপরও দুজনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওক্বাফ মন্ত্রণালয়ের সচিব ড. নাসের আব্দুল আলীম আল মুতাইরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, আল-নাজাত চ্যারিটির উপদেষ্টা ফয়সাল জামেল।
সমাপণি বক্তব্য রাখেন আইপিসির পরিচালক ইবরাহীম খালেদ আল বদর।