নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৬শে নভেম্বর ২০১৬ইং রোজ শনিবার সকালে কুয়েত আওয়ামী যুবলীগ হাসাবিয়া শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (৩৫) কুয়েতের সুয়েক এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ।
এদিকে আওয়ামী যুবলীগ কুয়েত শাখার আহ্বায়ক মোঃ ইমাম উদ্দিন বাদলের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে, উদীয়মান তরুণ এই সংগঠক রাজনৈতিক সহকর্মী মাহবুবুর রহমানের অকাল মৃত্যুতে বেদনাহত কণ্ঠে তিনি বলেন, হৃদয়বিদারক এই ঘটনা আমাকে এবং আমার সংগঠনের প্রত্যেক নেতাকর্মীদেরকে প্রচণ্ডভাবে মর্মাহত করেছে।
ইমাম উদ্দিন বাদল বলেন, জানি, পৃথিবীর নিয়মে সবাইকেই একদিন চলে যেতে হবে, কিন্তু এমন অকাল মৃত্যু আমরা কখনো আশা করিনি।
বাদল বলেন, মাহবুবুর রহমান ছেলে হিসেবে তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও ভালো একজন সংগঠক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা হারালাম ভালো একজন ভাই, রাজনৈতিক সহকর্মী।
যুবলীগ কুয়েতের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল ও তার সংগঠনের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে মরহুম মাহবুবুর রহমানের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে কুয়েত আওয়ামী যুবলীগের শত শত নেতাকর্মীবৃন্দরা তাদের প্রিয় সহকর্মীকে হারানোর ফলে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে মরহুম নেতার রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কুয়েতে সদ্য মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু বরণকারী মাহবুবুর রহমান সিলেট জেলার কানাইঘাট উপজেলার ছেলে, তিনি পারিবারিকভাবে দুই সন্তানের জনক।