মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউপির সিরাজ উদ্দিনের ছেলে কুয়েত প্রবাসী মোঃ বদরুল ইসলাম(২৮) গত১৪ মে ২০১৭ কুয়েতস্হ ওফরা নামক স্হানে সুইমিং পোলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়। নিহতের ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ দিকে নিহত বদরুলের মরদেহ দেশে পাঠাতে গত২১ মে রাতে কুয়েত সিটির একটি হোটেলে কুয়েতস্হ জালালাবাদ এসোসিয়েশন এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্হিত ছিলেন,কুয়েত জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি আঃ হাই মামুন,সহ সভাপতি জয়নাল আবদীন,অর্থ সম্পাদক সৈকত আলী,কমিউনিটি নেতা তাজ উদদীন,উদীয়মান তরুন সংগঠক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হোসেন মোরাদ চৌধুরী,বিশিষ্ট সংগঠক আঃ আজিজ, মন্জুরুল আলম,আঃ হাসেমসহ অনেকে। বৈঠকে সিদ্ধান্ত হয় নিহতে পরিবার পক্ষ থেকে অনুমিত পএ কুয়েত আসলে কুয়েত জালালাবাদ এসোসিয়েশন সব ধরনের সার্বিক সহযোগীতা করবে। নিহতের লাশ দেশে পাঠাতে কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হবে।কুয়েত জালালাবাদ এসোসিয়েশন প্রবাসী সহ দেশের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।