আ হ জুবেদঃ কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য অনলাইন রেসিডেন্সি রিনিউএল কার্যকর রয়েছে।
ইংরেজি দৈনিক আরব টাইমস স্থানীয় সিনিয়র নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন করেছে।
ওই পত্রিকাটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরো জানায়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্ট সংক্রামক ব্যাধি করোনাভাইরাস এর কারণে ছয় মাস বা তার বেশি সময় ধরে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের রেসিডেন্সি বাতিলের ব্যবস্থা সক্রিয় করেনি।
অর্থাৎ বৈধ আকামা থাকাবস্থায় সেটি অনলাইনের মাধ্যমে রিনিউএল এর ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়াও ওই বিভাগের প্রধান আরো জানান, প্রবাসীরা ছয় মাসের বেশি কুয়েতের বাইরে থাকতে পারেন, যদি তাদের আকামার বৈধতা থাকে এবং যখনই সম্ভব কোনো সমস্যা ছাড়াই কুয়েতে ফিরতে পারবেন।