আ হ জুবেদঃ কুয়েতের মন্ত্রিসভা আগামী ২৮ জুলাই মঙ্গলবার থেকে করেনাভাইরাস পরিস্থিতিতে পুনরায় খােলার তিন ধাপে এগিয়ে যাওয়ার অনুমােদন দিয়েছে এবং সে দিন থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কারফিউয়ের সময় কমিয়ে রাত ৯ টা থেকে ভাের ৩ টা পর্যন্ত করার সিদ্ধান্ত দিয়েছে ।
এ ছাড়া আগামী রবিবার ভাের ৫ টা থেকে ফারওয়ানিয়া এলাকায় আরােপিত লকডাউন ব্যবস্থা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে । বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সরকারী মুখপাত্র তারেক আল – মেজরেম সেফ প্যালেসে এক সংবাদ সম্মেলনে এইসব সিদ্ধান্তে কথা ঘােষণা করেন ।
তিনি জানান, সারা দেশে COVID – 19 স্বাস্থ্য ব্যবস্থাগুলি মেনে চলার জন্য একটি কমিটি তাদের ভূমিকা পালন অব্যাহত রাখবে । এছাড়া আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অনুমােদিত দেশব্যাপী মসজিদগুলিতে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি প্রয়ােগের মাধ্যমে ঈদুল আযহার নামাজে ব্যবস্থা করবে এবং মুসুল্লীদের অংশ নেওয়ার অনুমতি দিবে পশু কোরবানি জবাইয়ের প্রয়ােজনে ৩১ জুলাই শুক্রবার ঈদুল আযহার প্রথম দিনেই কসাইখানাগুলাে বন্ধ থাকবে ।