আ হ জুবেদঃ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট ক্লাব, কুয়েত মৌসুমি জার্সি উন্মোচন করেছে।
কুয়েতের ফাহাহিল এলাকার জনতা রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুনের সঞ্চালনায় ও সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা, প্রবাসী ব্যবসায়ী হাজী আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠক শাহ্ নেওয়াজ নজরুল, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, উপদেষ্টা শামছুল আলম, সহ-সভাপতি এ,কে আজাদ, মুজিবুর রহমান প্রমুখ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাবের নানা দিক নিয়ে বক্তব্য দেন, বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, নাজিম উদ্দিন, ক্যাপ্টেন হানিফ, টিম ম্যানেজার ফায়েজ, কামরুল হাসান, মাসুদ রানা, জুয়েল রানা, ইমরান সহ অনেকে।
ফ্রান্স থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের সদস্য, ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হুসেন অপু।
অন্যদিকে, জার্সি উম্মোচন ও আলোচনা সভা শেষে সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (এফ সি এ) এর সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।