বলিউড তারকাদের নগ্নপ্রীতি দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সময়ে নগ্নতা নিয়ে সবাই খোলাখুলি মন্তব্য করছেন। সম্প্রতি ‘নগ্ন’ মন্তব্য নিয়ে মিডিয়ার সাথে বিতর্কে জড়িয়ে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার অনিল কাপূরও ‘নগ্নতা’ নিয়ে আলোচনায় চলে এলেন। তিনি বললেন, ‘আমার নগ্ন হতে ভালই লাগবে’।
সম্প্রতি একটি চ্যাট শোতে হাজির হয়েছিলেন এক সময়ের জনপ্রিয় নায়ক অনিল কাপূর। সেখানে তাঁর একটি জনপ্রিয় ছবির চরিত্র ‘মিস্টার ইন্ডিয়া’কে নিয়ে প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞেস করা হয়, রিয়েল লাইফে যদি ‘মিস্টার ইন্ডিয়া’ হতে পারতেন তা হলে কোন পোশাক পরতেন তিনি?
উপস্থাপকের এমন প্রশ্নে হাসতে হাসতে উত্তর দেন অনিল। তিনি বলেন,‘আমি নগ্ন হয়েই থাকতাম। অন্তত তাতে মুম্বাইয়ের গরম থেকে তো কিছুটা মুক্তি পেতাম।’
অনিলের এই উত্তর শুনে বেশ লজ্জায় পড়ে যান ওই চ্যাট শোয়ের সঞ্চালিকা।
তবে পরে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ‘মিস্টার ইন্ডিয়া’। অনিল বলেছেন, ‘আসলে মিস্টার ইন্ডিয়া এমন একটা চরিত্র সে রাস্তা দিয়ে নগ্ন হয়ে হেঁটে গেলেও আইন তাকে আটকাবে না।’