অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়ার ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ২০১৭-১৮ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহএমপি’র কনিষ্টপুত্র জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ১নং রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আ. লতিফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, এনজিও পরিচালক কাজল দাশগুপ্ত, ইউপি সচিব মো. হুমায়ুন কবির প্রমুখ। বাজেটে বিভিন্ন উন্নয়ন খাত থেকে সম্ভাব্য আয় ২ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ২শ’ ২৫ টাকা। আর ব্যয় ২ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ১শ’ ৫৬ টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১ লাখ ৬০ টাকা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই