অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ‘স্বাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূল কথা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস ও অভিভাবক সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- আগৈলঝাড়া এডিপি শিক্ষা প্রকল্পের আয়োজনে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী-অভিভাবক ও এসএমসি সদস্যবৃন্দের অংশগ্রহণে উপজেলার সদর শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ে সভাকক্ষে প্রধান শিক্ষক নির্মালেন্দু বাড়ৈর সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন প্রিয়লাল মন্ডল, শচীন্দ্র নাথ হালদার, সত্যরঞ্জন সরকার, সরদার হারুন রানা আসাদ মোল্লা, মুনিম বাড়ৈ যাকোব, মৃণাল কান্তি রায়, শেখর চন্দ্র বাড়ৈ, সন্ধ্যা হালদার, ওয়ার্ল্ড ভিশন শিক্ষা প্রজেক্ট ম্যানেজার পার্থ সারথী দোবে প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ায় অমনোযোগী হবার কারণ সম্পর্কে অবাধ মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার কথা বলেন। তাই অভিভাবকরা যাতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেয় সে বিষয়ে সকলে মতবিনিময় করেন।
এছাড়া আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের উদ্যোগে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ উপলক্ষে র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকতা তালুকদার সিরাজুল ইসলাম, শিক্ষক সুনীল বাড়ৈ ও নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ।