বিশেষ প্রতিনিধিঃ- বেড়েই চলেছে অর্থপাচার। গত জাতীয় নির্বাচনের আগের বছর, ২০১৩ সালে দেশ থেকে পাচার হয়েছে ৭৭ হাজার কোটি টাকার বেশি। এটি তার আগের বছর ২০১২ সালের তুলনায় সাড়ে ১৯ হাজার কোটি টাকা বেশি।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনান্সিয়াল ইন্টেগ্রিটি-জিএফআই-এর প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সবশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অর্থপাচারে বিশ্বের ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৬তম।
২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত এক দশকে দেশ থেকে পাচার হয়েছে সাড়ে চার লাখ কোটি টাকা। অর্থপাচারের তালিকার শীর্ষ পাঁচে আছে চীন, রাশিয়া, মেক্সিকো, ভারত ও মালয়েশিয়া। আন্তর্জাতিক বাণিজ্যে আন্ডার ও ওভার ইনভয়েসের মাধ্যমেই বাংলাদেশ থেকে অর্থ পাচার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।