জাকির সিকদার: ঢাকার আদুরে সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মো: রাজীব (৩০)কে মানুষের সঙ্গে প্রতারণাকালে একটি খেলনা পিস্তলসহ আটক করেছে থানা পুলিশ। সোমবার বেলা ১২ টারদিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় প্রতারণাকালে গোয়েন্দা পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃত রাজীব টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শলীমাবাদ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় এক ভুক্তভোগী জানায়, রাজীব নামের ওই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার নিকট মাদক আছে এমন অভিযোগ তুলে গ্রেফতারের হুমকী দেয়। টাকা না দিলে তাকে মাদক দিয়ে আটক করা হবে বলে জানায় রাজীব নামের ওই প্রতারক। পরে ঘটনাটি এলাকাবাসীর নিকট সন্দেহজনক মনে হলে রাজীবকে আটকে রেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী
প্রতারক রাজীবের ব্যাগে তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল, ছুরি ও মাদকদ্রব্য উদ্ধার করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজীব নামের ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ পরিচয় দিয়ে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। আশুলিয়া থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।