বিশেষ প্রতিনিধিঃ ১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েতের উদ্যোগে গতকাল ১৩ই জানুয়ারি কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুয়েত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম,আব্দুল আহাদের সঞ্চালনায় ও সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম শফি।
প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, বিশেষ বক্তা ছিলেন কুয়েত আওয়ামীলীগের মুখপাত্র, যুগ্ম সম্পাদক শাহ্ নেওয়াজ নজরুল।
বক্তব্য রাখেন, আলি আব্দুল ওয়াহিদ, কামাল হুসেন, মোহাম্মদ নাসির, মোহাম্মদ ইকবাল, মুজিবুল হক খোকন, শামছুল আলম, শহীদ আহমেদ, মোহাম্মদ নেয়ামত, জয়নাল আব্দিন, ওমর ফারুক,মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ রাজা প্রমুখ।
১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দরা বলেন, পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্ত স্বদেশ ভূমিতে ফিরে আসার ঘটনা ছিল বাংলাদেশের জন্মের ইতিহাসের আরেক আশির্বাদ এবং বিজয়ের পূর্ণতা।
শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সহ মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।