আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরান ও আশপাশের শহরগুলোতে মঙ্গলবার রাতে আবার ভূমিকম্প হয়েছে। এবারো ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তেহরান ও আলবোর্জ প্রদেশের মধ্যবর্তী মালার্দ শহর।
প্রাথমিক খবরে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ৫৪ মিনিটে রিখটারস্কেলে ৪.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।
তেহরানের দক্ষিণে অবস্থিত কোম প্রদেশেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তেহরান ও আশপাশের একই এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের রাজধানীতে দ্বিতীয় দফা ভূমিকম্প হলো।
এবারের ভূমিকম্পে গত সপ্তাহের মতো তীব্র আতঙ্ক তৈরি না হলেও তেহরানের অনেক অধিবাসী ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। (পার্সটুডে)