খিজির মোহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজার শহরের রিভার ভিউ রোডে ডিএম টেইলার্স এর স্বত্বাধিকারী এন. কে রানা (৪৫) সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে।
২৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে কুলাউড়া উপজেলার গাজীপুর চাবাগান এলাকার ১৬ নম্বর সেকশনে এ ঘটনাটি ঘটে।
নিহত রানা মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দ্রবাটি গ্রামের মজনু খানের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায় , দুপুরে রানা গাজীপুর চাবাগার থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়া হয়ে মৌলভীবাজার আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎতের খুঁটি সাথে ধাক্কা লেগে। হেলমেট না থাকায় ঘটনাস্থরে মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কুলাউড়া থানার এসআই মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।