আ.হ.জুবেদঃ ৪৬তম স্বাধীনতার মাসের শেষের দিকে শুরু হওয়া টুর্নামেন্ট, ৪৭তম স্বাধীনতার মাসেও অসম্পন্ন ফলাফল, স্বাগতিক দল ”জাহরা সুপার স্টার” এর টুর্নামেন্টকে ঘিরে নানা প্রশ্ন এবং ফাইনাল খেলায় অংশ গ্রহণকারী ‘’ইউথ স্পোর্টিং ক্লাব,কুয়েত’’ করছে অনিয়মের অভিযোগ।
গত বছর ২০১৭ সালে জাহরা সুপার স্টার কর্তৃক আয়োজিত ” স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট ২০১৭” এর ফাইনাল খেলাটি মাঠে গড়িয়েছে ২০১৮তে, আর এনিয়ে সৃষ্টি হয়েছে নানা জটিলতা।
প্রায় এক বছর পরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলেও চূড়ান্ত ফলাফল ছাড়াই মাঠ ছেড়েছেন জাহরা সুপার স্টার ও ইউথ স্পোর্টিং ক্লাব,কুয়েত এর খেলোয়াড়রা।
২০১৭ সালে ৮টি ফুটবল দলকে নিয়ে ” স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট ২০১৭” অনুষ্ঠিত হয়েছিল।
তারপর জাহরা সুপার স্টার ও ইউথ স্পোর্টিং ক্লাব,কুয়েত- এদুটি দল অন্য প্রতিপক্ষের সাথে সেমিফাইনাল খেলে দু’দলই ফাইনাল খেলা নিশ্চিত করেছিল।
কিন্তু এবার সেই টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে নানা জটিলতা, ইউথ স্পোর্টিং ক্লাব,কুয়েত- করেছে সংবাদ সম্মেলন।
এদিকে বিলম্বিত ফাইনাল এ খেলা নিয়ে সৃষ্ট জটিলতা প্রকট আকার ধারণ করেছে, আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলেই অনুমেয়। ইউথ স্পোর্টিং ক্লাব, কুয়েত- আয়োজক জাহরা সুপার স্টারের বিরুদ্ধে করছে নানা অভিযোগ এবং সংবাদ সম্মেলন, এসময় প্রেস ব্রিফিং-এ ইউথ স্পোর্টিং ক্লাব কুয়েতের প্রধান পরিচালক, প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন তুলে ধরেন উক্ত টুর্নামেন্ট সম্পর্কিত নানা কথা।
গত ৩০ শে মার্চ ২০১৮ ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত ‘ স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট ২০১৭” এর ফাইনাল খেলা জাহরা সুপার স্টার বনাম ইউথ স্পোর্টিং ক্লাব,কুয়েত এর মধ্যকার খেলা শুরুর পূর্বে উক্ত টুর্নামেন্ট এর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে, নির্ধারিত সময়ের ভিতর যদি খেলাটি গোল শূন্যে শেষ হয়, তাহলে বাড়তি ১০+১০= ২০ মিনিট দেয়া হবে।
তারপরও যদি খেলাটি গোল শূন্যে শেষ হয়, তাহলে খেলাটির ফলাফল ট্রাইব্রেকারের মাধ্যমে নিশ্চিত করা হবে বলেন জানান, মোহাম্মদ ফরিদ উদ্দিন।
যদিও উক্ত ফাইনাল খেলাটির নির্ধারিত সময় শেষে ২/২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল উভয় দলই।
সংবাদ সম্মেলনে ইউথ স্পোর্টিং ক্লাব, কুয়েত এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, উক্ত ফাইনাল খেলা চলাকালীন জাহরা সুপার স্টার এর খেলোয়াড়রা অনিয়মতান্ত্রিক আচরণ করায় ম্যাচ রেফারী তাঁদের দুজন প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে মাঠ ত্যাগে বাধ্য করেন।
তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ দল জানতো যে, তাঁরা নিশ্চিত হারবে, আর এই ভেবে তাঁদের একের পর এক নানা অনিয়ম ও অসদাচরণ আমাদেরকে সহ্য করতে হয়েছে।
সংবাদ সম্মেলনে এ প্রতিবেদক জিজ্ঞেস করেন, যদি ফের এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আয়োজন করা হয় এবং আয়োজকরা নিশ্চিত করেন, সব ধরনের প্রত্যাশিত পরিবেশ, তাহলে আপনাদের অংশগ্রহণ কী আবারো প্রাণবন্ত করবে টুর্নামেন্টটিকে?
এমন এক প্রশ্নের জবাবে ইউথ স্পোর্টিং ক্লাব, কুয়েতের সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন ও ইউথ স্পোর্টিং ক্লাব, কুয়েতের সাধারণ সম্পাদক ও ফুটবল টিমের ক্যাপ্টিন কুরাবান আলী বলেন, প্রত্যাশিত পরিবেশ যদি তাঁরা তৈরি করতে পারে, যেমন দূতাবাসের কর্মকর্তাদের এই খেলায় উপস্থিত নিশ্চিত করা যেতে পারে; তাহলে তাঁরা আবারো ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন।
এদিকে ‘ স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট ২০১৭” এর আয়োজক ও স্বাগতিক ফুটবল টিম জাহরা সুপার স্টার ক্লাবের সভাপতি ইছমাইল হুসেনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট ২০১৭” এর টুর্নামেন্টটি সুন্দর ভাবে সম্পন্ন করার ইচ্ছে ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সেটি সম্ভব হয়নি।
তবে টুর্নামেন্ট আয়োজক ও জাহরা স্পোর্টিং ক্লাব, কুয়েত এর বিরুদ্ধে প্রতিপক্ষ ইউথ স্পোর্টিং ক্লাব কুয়েতের নানা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাঁদের সন্তুষ্ট করার জন্য সব ধরনের চেষ্টা করেছি। এর পরও যদি তাঁরা নানা অভিযোগ করেন, তাহলে এটা তাঁদের একান্তই ব্যক্তিগত ব্যাপার।
‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট ২০১৭” এর দর্শক ও প্রত্যক্ষদর্শীদের মতে অনিচ্ছাসত্ত্বেও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তবে আর যাই হোক ‘ স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট ২০১৭” এর ফাইনাল খেলা ফের মাঠে গড়াবে এটাই তাঁদের প্রত্যাশা।