ডেস্ক রিপোর্টঃ স্বল্পকালীন ছুটিতে দেশে গেলেন কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও DBC- এর কুয়েত প্রতিনিধি মোহাম্মদ হেবজু।
এক মাসের ছুটি শেষে ফের কর্মস্থলে ফিরবেন, কুয়েত ছাড়ার প্রাক্কালে একথা জানিয়েছেন প্রবাসী এ ব্যবসায়ী ও সংবাদকর্মী।
দেশে থাকাকালীন মোহাম্মদ হেবজু সামাজিক ও সাংবাদিক সংগঠনের একাধিক মিটিং-এ যোগ দেয়ার কথা রয়েছে।