বিশেষ প্রতিবেদকঃ গত ১০ই মে ২০১৮ইং বৃহস্পতিবার কুয়েত সিটির গুলশান হোটেলে রাত ৮টায় সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি, কুয়েত ”Sunamgonj Social Welfare Association-kuwait” এর উপদেষ্টা আব্দুল মান্নান অবকাশকালীন ছুটিতে দেশে যাওয়া উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে সংবর্ধনা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের পুনঃ নির্বাচিত সভাপতি মুরাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ডি,এম ওয়ারিছ আলী, মাসুক আহমেদ, মঈন উদ্দিন, মির্জা হুসেন, মোহাম্মদ বাকির মিয়া, আখতারুজ্জামান, মোতাছির আলী।
বক্তব্য রাখেন, অলিউর রহমান দুলাল, শ্রী পরিমল সুত্রধর, জসিম উদ্দিন, লুৎফুর রহমান, ফেরদৌস আলী,আব্দুল জলিলসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কমর উদ্দীন।
সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি,কুয়েত- মুরাদুজ্জামান চৌধুরীকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদের (২০১৮/২০২০) ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাসুক কবির।
পরে সংবর্ধিত অতিথি উপদেষ্টা আব্দুল মান্নান অবকাশকালীন ছুটিতে দেশে যাওয়া উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের উপদেষ্টাবৃন্দরা, যথাক্রমে, ডি,এম ওয়ারিছ আলী ও আব্দুল মান্নান।