আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক এর ১৯তম শীর্ষ সম্মেলন আয়োজনে পাকিস্তান বদ্ধপরিকর বলে জানিয়েছেন নেপালে সফররত দেশটির প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। গতকাল সোমবার (৫ মার্চ) নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। মঙ্গলবার (৬ মার্চ) বার্তা সংস্থা এএফপি’র এ খবর প্রকাশ করেছে।
বৈঠকের বরাত দিয়ে এক সংবাদ সম্মেলনে অলির প্রধান উপদেষ্টা বিষ্ণু রিমাল জানান, ‘পাকিস্তানের কাছে সার্কের গুরুত্ব শেষ হয়ে যায়নি। দেশটি এখনও সার্ক সম্মেলন আয়োজনের আশা করছে।’
বৈঠকে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়ে বলে জানান অলি।
উল্লেখ্য, সার্কের রীতি অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোর কোনও একটি এ শীর্ষ সম্মেলনে উপস্থিত হতে অস্বীকৃতি প্রকাশ করলে সম্মেলন এমনিতেই স্থগিত হয়ে যায়। এর আগে ২০১৪ সালে নেপালের কাঠমুন্ডুতে ১৮ তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সবশেষ ২০১৬ সালে পাকিস্তানে ১৯ তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি প্রকাশ করার পর তা স্থগিত হয়ে যায়।