বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধের কোনো সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাত নেয়নি। ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনায় এটি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা গণমাধ্যমে দেখেছি, সংযুক্ত আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে। দিস ইজ অ্যাবসিলিউটলি বোগাস (এটি পুরোপুরি বানোয়াট)। যারা এ খবর দিয়েছেন, তাঁদের তা যাচাই–বাছাই না করে দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি। এ ধরনের কোনো একটি সংবেদনশীল সংবাদ যাচাই–বাছাই করে দেওয়া উচিত ছিল।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের আজ বিকেলেও কথা হয়েছে। তিনি (রাষ্ট্রদূত) জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত (বাংলাদেশের নাগরিকদের ভিসা বন্ধ) তারা নেয়নি।
সূত্র, প্রথম আলো