সেলিম আহমেদ বিশেষ প্রতিনিধিঃ রোকন টিলা ইকোপার্ক
মৌলভীবারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা বাগানের ভিতরে অবস্থিত রোকন টিলা ইকোপার্ক। যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাংলাদেশের একমাত্র সাঁড়ি সাঁড়ি হলুদ পাতা পাহার গাছের সমৃদ্ধ সাজানো সুউচ্চ ভূমি থেকে ৪০ ফুট পাহাড়ের উপরে। রোকন পার্কের পাহাড়ের উপর থেকে পুরো কুলাউড়া দেখতে সত্যি চমৎকার। এখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে। বিশেষত রোকন পার্কে বনভোজন করার জন্য অনন্য এক স্থান। যে কেউ চাইলে এখানে এসে রোকন পার্ক টি দেখে যেতে পারেন খুব সহজেই। রাঙ্গিছড়া বাজার থেকে সিএনজি যোগে আসা যায়। রোকন টিলা ইকোপার্কের সত্ত্বাধীকারী মোঃ রোকন জানান
রোকন পার্কে যাওয়ার রাস্তা রাঙ্গিছড়া চা বাগানের প্রবেশদ্বার থেকে পার্ক পর্যন্ত পাকাকরন না হওয়ায় কয়েকটি খাসিয়া পুঞ্জির মানুষজন ও পর্যটকদের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। বিশেষ করে সিএনজি , মটরসাইকেল ব্যতীত হাইএস গাড়ি নিয়ে যাওয়া যায়না। সংশ্লিষ্ট কতৃপক্ষ এ ব্যাপারে এগিয়ে আসলে রোকন পার্কটি পর্যটন শিল্প বিকাশে কার্যকর ভুমিকা পালন করবে বলে পার্কে আসা দর্শনার্থীরা মনে করেন।