খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠের প্রচারিত পরিবার পরিকল্পনা বিষয়ক ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষার কুইজ বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে । (২৯ অক্টোবর) সোমবার সকাল ১১ ঘটিকায় রেডিও পল্লীকণ্ঠের সভা কক্ষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো:মেহেদি হাসান। এসময় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন, সুরক্ষা অনুষ্টানের প্রযোজক নীলিমা আক্তার, রেডিও পল্লীকণ্ঠের প্রযোজক রুমা বেগম।অনুষ্টানে কুইজ বিজয়ী শমসের নগর চা বাগানের রাজু কুর্মী,পাহাড় বর্ষিজোড়া গ্রামের নাইমা আক্তার,ও মৌলভীবাজারে স্থানীয় সাংবাদিক তাহমিদ আহমেদ কে পুরষ্কার দেয়া হয় । উল্লেখ্য, ইউ কে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট অর্থায়নে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন , আইপাস বাংলাদেশ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পৃষ্টপোষকতায় কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ এফ এম ৯৯.২ মৌলভীবাজারের সক্ষম দম্পতি ও কিশোর কিশোরিদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক ও ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষা নিয়মিত প্রচারিত হচ্ছে এছাড়াও রেডিও পল্লীকণ্ঠের স্টুডিওতে ফোনলাইভ পরিবার পরিকল্পনা বিষয়ক টকশো সুরক্ষা এর মাধমে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।