মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ মরণব্যাধি করোনা ভাইরাসে পৃথিবী আজ হিমশিম খাচ্ছে। দেশ বিদেশে হাজার হাজার মানুষ আজ বেকার কাজ নেই মানবেতর জীবনযাপন করছে। সমাজের নিন্মবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের একি অবস্হা। জাতির এ ক্রান্তিলগ্নে সূদুর যুক্তরাজ্য থেকে মানবতার ফেরিওয়ালা। মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলার ২ নং উত্তর ভাগ ইউপির গালিম পুর গ্রামের ” শেখ” পরিবারের সন্তান সাবেক ছাত্র নেতা যুক্তরাজ্য বিএনপির রাজপথের অগ্র সৈনিক জিয়াউর রহমান(জিয়া)মানবতার ডাকে সাড়া দিয়ে। নিজ এলাকার ২৭০ টি পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় দিনমজুর বেকার ৬০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাবেক এ ছাত্র নেতা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেন তার নিজ দুটি বাসার দুই মাসের ভাড়া মওকুফের ঘোষণা করেন। ২৪ এপ্রিল শুক্রবার নিজ গ্রাম গালিম পুরে এ সব রমজানের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,তরুণ সমাজ সেবক যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা জিয়াউর রহমান জিয়ার পিতা প্রবীণ রাজনীতিবিদ সমাজ সেবক উত্তর ভাগ ইউপির সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব লিয়াকত আলী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ।